হলান্ডের আধা ক্রুইফ, আধা ইব্রাহিমোভিচ গোলেই নিষ্পত্তি হলান্ড-ডার্বির
কোনো খেলোয়াড়ের পুরোনো ক্লাব আর বর্তমান ক্লাব মুখোমুখি, ব্যস ম্যাচটার নামকরণে সেই খেলোয়াড়ের নামের পাশে ডার্বি শব্দটা বসিয়ে দাও – হালের ফুটবলে চেনা ট্রেন্ড। ম্যানচেস্টার সিটি আর বরুসিয়া ডর্টমুন্ড যখন কাল চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছে, সেটিকে তাহলে আর আর্লিং হলান্ড-ডার্বি বলা হবে…